খুব সহজেই Gmail সিগ্নেচার ক্রিয়েট করুন
আমরা সবাই প্রতিদিনের বিভিন্ন কাজে ইমেইল আদান প্রদান করে থাকি। আর আমরা প্রায় ৯৯% ই সময় জিমেইল ইউজ করে থাকি। জিমেইলে আপনি যখন একজন কে মেইল করেন তখন যদি মেইলে আপনার সুন্দর একটা সিগ্নেচার থাকে কেমন হয়? আপনি যদি কোন কোম্পানির ওনার হয়ে থাকেন তবে সিগ্নেচারে আপনি চাইলে আপনার কোম্পানির লোগো, ফোন নম্বার, ইমেইল এড্রেস, ওয়েবসাইট এড্রেস এই ইনফোরমেশন গুলো রাখতে পারেন। তাতে আপনার কোম্পানির মার্কেটিং হবে সাথে ব্র্যান্ডিং ও হবে।
এটা খুব ইজিলি করতে পারেন। আপনি যদি নন টেক হয়ে থাকেন তবে একটা ওয়েবসাইট থেকে আপনি সিগ্নেচার ডেভেলপ করে তা কপি করে নিয়ে গিয়ে জিমেইলের সিগ্নেচার সেকশনে পেস্ট করে দিন। আপনি চাইলে এই কাজটার টিউটোরিয়াল দেখতে পারেন।