Meftahul Amin
Meftahul Amin
UX Designer Product Designer
Meftahul Amin

Blog

পার্ট-২ মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন কোর্স

পার্ট-২ মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন কোর্স

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা উদ্যোক্তা কিংবা নন টেকি এবং গ্রাফিক্স ডিজাইনের বড় বড় সফটওয়্যার যেমন এডোব ফটোশপ, ইলাস্ট্রেটর এসব চালাতে পারেন না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় রেগুলার পোস্ট দিতে কিছুটা গ্রাফিক্স পোস্ট খুব ভালো এঙ্গেজমেন্ট হয়। মোবাইল দিয়ে কিভাবে গ্রাফিক্স করা যায় তা খুজছেন? তো সহজেই আপনারা চাইলেই আপনাদের সোশ্যাল মিডিয়ার পোস্ট গুলো এবং আপনাদের বিজনেস পেজের জন্য কন্টেন্ট নিজেই ডেভেলপ করতে পারেন ক্যানভা দিয়ে। জি হ্যা ক্যানভা হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে হাজার হাজার কন্টেন্ট রেডি করা আছে আপনি জাস্ট তাদের রেডি টেমপ্লেট থেকে আপনার পছন্দসই টেমপ্লেট নিয়ে এডিট করে তা আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন।

আমার এই ক্যানভা বাংলা টিউটোরিয়াল একটা ক্যানভা টিউটোরিয়াল সিরিজ। ভিডিওটি না টেনে সম্পূর্ন দেখুন তাহলে আপনি নিজেই মোবাইল দিয়ে ক্যানভা দিয়ে নিজের সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন করতে পারবেন।